খোলা বাজার২৪, শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭: তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুরে হত দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় তরুন সামাজ কর্মী আতিকুর রহমান মান্নার উদ্যোগে উপজেলার ৬নং ওয়ার্ডের সূর্যেরগাওঁ,কান্দা হাটি ও লক্ষীপুর গ্রামের অর্ধশতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়। এ উপলক্ষে উপজেলা হাসপাতাল সংলগ্ন নূরজাহান মার্কেটের সামনে আয়োজিত অনুষ্টানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন,তাহিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুর ইসলাম,তরুন সমাজ সেবক আতিকুর রহমান (মান্না),মক্তিযোদ্ধা মফিজ আলী,শফিকুল ইসলাম,বোরহান উদ্দিন প্রমুখ।