খোলা বাজার২৪, শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭: র্যাব রাজশাহী সিপিসি-২,ক্যাম্পের একটি দল জেলার বাগমারা উপজলোয় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই যুবককে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাদিলা উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বাগমারার বেনীপুর গ্রামের জনাব আলীর ছেলে শরিফুল ইসলাম রকেট (২২) ও মাদিলা গ্রামের খয়বর রহমানের ছেলে জাহিদুর রহমান (২৮)। গতকাল শনিবার দুপুরে রাজশাহী র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম রকেটকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই অভিযানে ২৪পিস ইয়াবাসহ আটক হন জাহিদুর রহমান। মাদকসেবনরত অবস্থায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে র্যাব। ওই অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম। এ ঘটনায় বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় শনিবার বিকালে দুজনকে রাজশাহী জেল হাজতে প্রেরন করা হয়েছে।