খোলা বাজার২৪, শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭: গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পরিকল্পনাকারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডহ ২২টি জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করে।
কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, রাজীব নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডারের দায়িত্ব পালন করতেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ড, কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকাণ্ডসহ ২২টি জঙ্গি হামলার ঘটনায় সে সন্দেহভাজন আসামি।
রাজিব গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মৃত ওসমান আলী মন্ডলের ছেলে বলে তিনি জানান।
গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা এবং দুই পুলিশ সদস্য নিহত হন। এ সময় অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।