Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭: 57রাশিয়া ও চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবারে ওয়াল স্ট্রীট জার্নালকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
তিনি বলেন, রাশিয়ার উপর কিছুদিন আগে আরোপিত নিষেধাজ্ঞা অন্তত কিছু সময়ের জন্য বহাল থাকবে। পরবর্তীতে তা প্রত্যাহার করা হতে পারে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘ইসলামিক জঙ্গি’ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া সহযোগিতা করলে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে।
ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান।
চীন প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘এক চীন’ নীতি মানবে কিনা তা চীনের সঙ্গে আলোচনার সফলতার উপর নির্ভর করবে।
এর আগেও তিনি ‘এক চীন নীতি’ যুক্তরাষ্ট্রের সমর্থন করা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, চীন আমাদের অধিকতর সুবিধা না দিলে এক চীন নীতি থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র।