Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭: 7ছেলে হবে না মেয়ে, এ নিয়ে গর্ভাবস্থায় কৌতূহলি হয়ে পড়েন অনেক দম্পতিই। নামকরণ হোক বা পোশাক তৈরি, গর্ভস্থ সন্তানের লিঙ্গ জানতে উৎসুক হয়ে পড়েন তারা।

তবে এমন কৌতূহলের উত্তর পাওয়াটা খুব একটা সহজ নয় বলে ভাবেন সবাই। এই বাস্তবতায় কানাডার এক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, ব্যয়বহুল পরীক্ষানিরীক্ষা ছাড়াই বাড়ি বসেই জানা যাবে গর্ভস্থ শিশুর লিঙ্গ।
কানাডার মাউন্ট সাইনাই হাসপাতালের চিকিৎসকরা বলছেন, রক্তচাপ পরীক্ষা করেই বলে দেওয়া যায়, গর্ভস্থ সন্তান পুত্র না কন্যা!
গবেষক দলের প্রধান আবার ভারতীয় চিকিৎসক রবি রতœাকরণ। তার প্রকাশিত গবেষণা-পত্রে দাবি, প্রসবের আগে যদি মায়ের রক্তচাপ ক্রমশ কমতে থাকে তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে হতে পারে ছেলে।
গবেষক দলের ভাষ্য, গত ৬ বছর ধরে প্রায় ৪,০০০ গর্ভবতীর ওপর গবেষণা চালিয়ে এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন তারা।
তাদের দাবি, সাধারণত পুত্র সন্তানের জন্ম দেওয়ার আগে গর্ভবতী মহিলার রক্তচাপ থাকে ১০৬ এমএমএইচজি, সেখানে কন্যাসন্তান হলে রক্তচাপ থাকে ১০৩ এমএমএইচজি।