খোলা বাজার২৪, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭: বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চেনেই না ভারতের মিডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করায় প্রশংসায় ভাসছেন সাকিব আল হাসান। ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ সাকিবের দারুণ প্রশংসা করেছেন।
তিনি সাকিবকে বর্তমান সময়ের সবচেয়ে ব্যাবহারযোগ্য খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে ভারতের ইংরেজি ‘জি নিউজে।’
খবরে তারা মোহাম্মদ কাইফের সাথে সাকিবের ছবি দিতে চেয়েছে। কিন্তু আসলে কাইফের পাশের ছবিটি সাকিবের নয়। ওটা বাংলাদেশের আরেক ক্রিকেটার সাব্বির রহমানের। এতে পাঠকরা বিভ্রান্ত।
সাকিব বিশ্বব্যাপী সুপরিচিত একজন অলরাউন্ডার। ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএলে) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন দীর্ঘদিন ধরে। কিন্তু সেই সাকিবের ছবিতে ভুল করায় অনেকে অবাক।