খোলা বাজার২৪, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭: শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন গঠনের লক্ষে আগামীকাল ১৬ জানুয়ারী,২০১৭ সোমবার বিকাল ৪টায় বঙ্গবভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে বাংলাদেশ ন্যাপের প্রতিনিধি দল সংলাপে মিলিত হবে।
বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি’র নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সংলাপে মিলিত হবে। প্রতিনিধি দলে থাকবে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম সারওয়ার খান, সাদ্দাম হোসেন, ব্যারিষ্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান মনির এনায়েত মল্লিক, মোঃ ফারহানুল হক, যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, মোঃ নুরুল আমান চৌধুরী, সম্পাদক মোঃ শহীদুননবী ডাবলু, মোঃ কামাল ভুইয়া।