খোলা বাজার২৪, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭:

২০১১ সালে ১৫ জানুয়ারী এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জেলা পুলিশ। গতকাল রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া নামকস্থানে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম। বেলাব থানা পুলিশ এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান, ওসি (তদন্ত) আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউর রহমান, সহকারী পুলিশ সুপার রেজোয়ান আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান, ডিআইও-১ শহিদুর রহমান, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান। এসময় উপস্থিত ব্যাক্তিবর্গ নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন। দিনটির উপলক্ষে জেলা পুলিশ লাইন ও বেলাব থানায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, ২০১১ সালের ১৫ জানুয়রী জেলা পুলিশ লাইনে নির্বাচন ব্রিফিং উপলক্ষে এক সভায় যোগ দেয়ার জন্য বেলাব থানা থেকে নরসিংদী আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া (পুকুরপাড়) নামক স্থানে একটি ট্রাকের সাথে পুলিশ পিকআপের মুখোমুখী সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)সহ ১০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন, বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর তদন্ত জিয়াউল হক খান (৪০), এস,আই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মন (৪০) কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দ (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল প্রিয়তোষ (৩৬)।