Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭: 55অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাগেরহাট এখন একটি বিগ আরবান এরিয়া হয়ে গেছে। বাগেরহাট অনেক বেশি পর্যটন সম্ভাবনময় এলাকা। এখানে পর্যটন জোনের জন্য কিছু করা যেতে পারে। অচল হয়ে পড়া মংলা বন্দর বর্তমান সরকারই উন্নয়ন করেছে। মংলা বন্দর আমাদের অর্থনীতি গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। মংলায় ইপিজেড রয়েছে। তাছাড়া মংলাতে অর্থনৈতিক জোন হচ্ছে। রোববার বিকালে বাগেরহাটে সাংবাদিকদের অর্থমন্ত্রী একথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের কৃষি নির্ভর জাতীয় অর্থনীতিতে বাগেরহাট একটা ভূমিকা পালন করছে। আর রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মান হলে গেলে এই এলাকাটি একটা ‘পাওয়ার হাব’ হয়ে যাবে।
বাগেরহাটে এখন বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এখানে রয়েছে খানজাহান রহ. এর মাজার। তিনি একদিকে যেম ছিলেন একজন জেনারেল (শাসক), অন্যদিকে ছিলেন আধ্যাত্মিক ব্যক্তি। দ্যাস্ট এ বেটার অফ প্রাইট ফর বাগেরহাট। তার নির্মিত ষাটগম্বুজ তো ওয়ান ওফ দ্যা ফাইনেস্ট মস্ক (মসজিদ) ইন দ্যা ওয়ার্ড। এতবড় গম্বুজ ওয়ালা সুন্দর মসজিদ আর কোথায় পাওয়া যাবে।
অর্থমন্ত্রী বাগেরহাট সরকারি পিসি কলেজ, নাগেরবাড়ি,তার আত্মিয় অধ্যাপক বুলবুল কবিরের পিতা মাতার কবর জিয়ারত করেন এবং জেলা প্রশাসকের বাসভবন (তিনি এসডিও থাকাকালিন বাসভবন) পরিদশর্ন করেন। এর আগে সকালে তিনি মংলা বন্দর ও রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।