খোলা বাজার২৪, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘এজেন্ট ব্যাংকিং : বায়োমেট্রিক মাইগ্রেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৪ জানুয়ারি, ২০১৭ তারিখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে এ সময় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহম্মেদ খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম ভূঁইয়া এবং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এফসিএমএ উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগ ও বিভিন্ন এজেন্ট আউটলেটের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন একটি শরীয়াহ্ ভিত্তিক আধুনিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ইসলামী নীতি এবং আদর্শের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। তিনি এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণের মাধ্যমে উন্নত গ্রাহকসেবা ও শরীয়াহ্র পুঙ্খানুপুঙ্খ পরিপালনের বিষয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন। এক্ষেত্রে বিভিন্ন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সকল নির্দেশনাসমূহ যথাযথ পরিপালনের বিকল্প নেই উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক সকলকে প্রশিক্ষলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের উপদেশ প্রদান করেন।