খোলা বাজার২৪, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ৭২ সালের সংবিধানে বিচার বিভাগ স্বাধীন ছিলো। ৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনককে হত্যার পর সংবিধান নিয়ে ফুটবল খেলা হয়েছিল। সেখানেই বিচার বিভাগ হারিয়ে গিয়েছিল। হয়েছিলো পরাধীন। ২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন করা হয়।
রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী মানিকগঞ্জের বিচারকদের জন্য পৃথক দুটি বাসভবন ও আইনজীবীদের জন্য চেম্বার নির্মাণের ঘোষণা দেন। তিনি বলেন, উন্নয়নের জন্য বড় প্রয়োজন আইনের শাসন। আর এটা প্রতিষ্ঠিত হয় আইনজীবীদের মাধ্যমে।
মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- আইন সচিব আবু সালেক শেখ মোহাম্মদ জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শারমিন নিগার, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, পিপি আব্দুস সালাম, মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি খলিলুর রহমান প্রমুখ।