খোলা বাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭: মৌলভীবাজার মডেল থানা থেকে পদন্নতি পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনর্চাজ (ওসি) হিসেবে যোগদান করেছেন কে এম নজরুল ইসলাম ।
রবিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় শ্রীমঙ্গল থানার দায়িত্ব গ্রহন করেন। এর আগে তিনি মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনর্চাজ (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করার লক্ষ্যে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য সদ্য বদলী হওয়া শ্রীমঙ্গল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: মাহবুবুর রহমানকে আইনশৃঙ্খলা অবনতি ঘটনায় তাকে স্ট্যান্ড রিলিজ করে পুলিশ হেডকোয়াটারে বদলী করা হয়েছে।