Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭:  19 সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)’র সদস্যরা অভিযান চালিয়ে ৫৩ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করেছে। যার বাজার মূল্যে ৭৯ হাজার ৫ শত টাকা । রবিবার রাত সাড়ে ১১টায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জের তারিহপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বিওপি’র নায়েব সুবেদার মোঃ এমদাদুল হক এর নেতৃত্বে বিজিবির সদস্যরা পৃথক দুইটি স্থানে বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মোকছেদপুর নামক অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে । যার মূল্য ৬৪ হাজার ৫শত টাকা। অপরদিক গতকাল সোমবার ভোরে বাংলাদেশের অভ্যন্তরে ডলারপাড় নামক স্থানে অপর একটি অভিযানে ১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে, যার মূল্য ১৫ হাজার টাকা । বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মদ রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় মদগুলো আটক করে । এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে থানায় মামলা একটি দায়ের করা হয়েছে।
এ ব্যপারে ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।