Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭:  22নওগাঁর পত্নীতলা ও সাপাহারে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলার পত্নীতলা উপজেলায় মার্কেন্টাইল ব্যাংক লি: নজিপুর শাখার উদ্যোগে ২শ’ পিস কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ মো: শহিদুজ্জামান সরকার বাবলু এমপি।
শাখা ব্যবস্থাপক ও ফাস্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুল কুদ্দুস কাজী সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ইছাহাক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল গাফফার, পত্নীতলা থানা ওসি আজিম উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।
অপর দিকে সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের অর্থে নওগাঁর সাপাহারে সদর ইউনিয়ন পরিষদে ১২০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহাদ পারভেজ বসুনীয়া।
সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সচিব মহিদুল ইসলাম লিপুসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।