Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭:  28দিনাজপুরের ফুলবাড়ী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত। দিনাজপুরের ফুলবাড়ী থানা চত্তরে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলীর সভাপতিত্বে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ফুলবাড়ী নিমতলা জামে মসজিদের ইমাম মওলানা ইমদাদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবু হায়দার মোঃ ফয়জুর রহমান, ফুলবাড়ী কমিউনিটি পুলিশিং এর আহবায়ক অধ্যক্ষ মাসুদুর রহমান, বিরামপুর নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাফিজ, ফুলবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মীর্জা গ্র“প অব ইন্ডাষ্ট্রিজের সত্তাধিকারী আলহাজ্ব নুর আলম মীর্জা। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান উজ্জল। ওপেন হাউস ডে অনুষ্ঠান শেষে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ মিজানুর রহমান। ফুলবাড়ী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও ওপেন হাউস ডে অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ আব্দুর রহমান। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফুলবাড়ী থানার সকল অফিসার, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন এলাকার সুধিজন ও ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।