খোলা বাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭: স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জয়রথ থামাল সেভিয়া। ৪০ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেলেন রোনাল্ডো-রামোসরা।
লা লিগায় রোববার রাতে সেভিয়ার কাছে ২-১ গোলে হেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। বিরতি থেকে ফিরে খেলার ৬৭ মিনিটে লিড পেয়েছিল জিদানের শিষ্যরা। দানি কারবাহালকে ডি বক্সের ভিতরে গোল রক্ষক ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ।
স্পটকিকে রিয়ালকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জয়ের স্বপ্ন দেখতে থাকা রিয়াল সমর্থকদের হাতাশায় ডোবান অধিনায়ক সার্জিও রামোস।
খেলার ৮৫ মিনিটে পাবলোর ফ্রি-কিক ফেরাতে গিয়ে ভুলে নিজেদের জালে বল পাঠান রামোস। সমতা ফেরানোর পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় সেভিয়া। নির্ধারিত সময়ের পর ফলও পায় স্বাগতিক দল। ৯১ মিনিটে ইয়োভেচিতের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া।
১৭ ম্যাচে এটি রিয়াল মাদ্রিদের প্রথম হার। ১২টি জিতেছে জিদানের শিষ্যরা। ৪০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে রামোস বাহিনী। ১ ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া। ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে তৃতীয় স্থানে।
প্রসঙ্গত, এর আগে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছিল বার্সেলোনার। টানা ৩৯ ম্যাচে অপরাজিত ছিল মেসি-নেইমাররা। তবে সেই রেকর্ড ভেঙে দিয়ে জিনেদিন জিদানের শিষ্যরা ৪০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল।