খোলা বাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭: প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান করেও কে জানতো হারতে হবে বাংলাদেশকে। চিরাচরিত দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় এমনটাই হয়েছে ওয়েলিংটন টেস্টে। মাত্র ১৬০ রানেই শেষ হয় তাদের ইনিংস। ফলে প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে এতো রান করার পর হেরে লজ্জার বিশ্ব রেকর্ড গড়েছে টাইগাররা। আর সাত উইকেটের বড় জয় নিয়েই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের এমন হারের পেছনে ইনজুরিকেই বড় করে দেখছেন কিউই অধিনায়ক।
জয়ের পর নিজের দলের খেলোয়াড়দের কৃতিত্ব দিতেও ভুল করেননি উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসের সময় আমরা ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করি। আমাদের ক্রিকেটাররা ওদের কোন সুযোগ দেয়নি। আমরা তিন বিভাগেই ভালো খেলেছি। পরের ম্যাচেও এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক ব্যাটসম্যানদের চোট নিয়ে মাঠ ছাড়া স্বাগতিকদের কাজটা সহজ করে দিয়েছে। বিশেষ করে বলের আঘাতে মুশফিক মাঠ ছাড়লে আর শক্ত প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কিউই অধিনায়কও সেটি স্বীকার করলেন অকপটেই। দপ্রতিকুল কন্ডিশনেও বাংলাদেশ দারুণ খেলেছে। তবে শেষ দিনে ইনজুরি ওদের পিছিয়ে দিয়েছে, এটা সত্যিই দুর্ভাগ্যজনক।
বাংলাদেশের দেওয়া ২১৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তিন উইকেট হারিয়ে জয়ের দেখা পায় নিউজিল্যান্ড।