Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭:  39মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৪ আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। সোমবার এই শুনানি শেষে আগামী বুধবার এই বিষয়ে আদেশ দেবে হাইকোর্ট।

বিচারপতি মো. আব্দুল আওয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন। এর আগে সাংসদ আমানুর রহমান খান রানা একাধিকবার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু আদালত জামিন দিতে অপারগতা প্রকাশ করা তার আইনজীবীরা জামিন আবেদন ফেরত নেন। এই ধারাবাহিকতায় তারা হাইকোর্টের উক্ত বেঞ্চে জামিন চেয়ে আবেদন দাখিল করেন।
আবেদনের পক্ষে আইনজীবী আব্দুল বাসেত মজুমদার এবং এসএম মোবিন এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান টিকু শুনানি করেন। বর্তমানে এই হত্যামামলায় কারাগারে আছেন সাংসদ রানা। সোমবার টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।