খোলা বাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭: এতদিনের অভ্যাস কি এত সহজে ছাড়া যায়? দীর্ঘদিন দেশের অধিনায়কত্ব করেছেন। এখন আর তিনি ভারতীয় দলের নেতা নন। এক দিনের সিরিজের আগেই নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। বিরাট কোহলির হাতে এখন নেতৃত্বের ব্যাটন। মাঠে তিনিই নেবেন সিদ্ধান্ত। কিন্তু রোববার পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে দেখা গেল মজার ঘটনা।
খেলা চলাকালীন উত্তেজনার মুহূর্তে বিরাট কোহলির আগেই ডিআরএস-এর আবেদন করলেন ধোনি। তিনি বোধহয় ভুলে গিয়েছিলেন, এখন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কয়েকদিন আগে বিরাট অবশ্য বলেছিলেন, ডিআরএস-এর বিষয়ে ধোনির পরামর্শ নেবেন তিনি। কিন্তু দেখা গেল, খেলা চলাকালীন বিরাটকে পরামর্শ দেওয়ার বদলে নিজেই সিদ্ধান্ত নিলেন ধোনি।
হার্দিক পাণ্ডিয়ার বল ইয়ন মর্গানের ব্যাটের কানা ছুঁয়ে ধোনির হাতে যায়। আম্পায়ার কিন্তু প্রথমে আউট দেননি। আত্মবিশ্বাসী ধোনি ডিআরএসের সিদ্ধান্ত নিয়ে নেন। আম্পায়াররাও সাহায্য চান প্রযুক্তির। ডিআরএস জানায় আউট ইংল্যান্ড অধিনায়ক। নিয়ম অনুযায়ী ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেবেন অধিনায়ক। কিন্তু এক্ষেত্রে হল উল্টো। আসলে দীর্ঘদিনের অভ্যাস থেকেই ধোনি এটা করে ফেলেছেন।
ঘটনাটাকে অত্যন্ত সহজভাবে নিচ্ছে ভারতীয় শিবির। কোহলি জানিয়েছেন, ‘পরিসংখ্যানে চোখ বোলালেই বুঝতে পারবেন অধিনায়ক থাকাকালীন ধোনি যে সিদ্ধান্তগুলো ডিআরএসের মাধ্যমে নিতে চেয়েছে তার ৯৫ শতাংশ ক্ষেত্রেই সফল হয়েছে। এতটাই আত্মবিশ্বাস ধোনি। তাই ধোনি ভাইয়ের উপর আমার অগাধ আস্থা।’
রোববারের ম্যাচের শুরু থেকেই দ্রুতগতিতে রান করছিলেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। তিন নম্বরে নামা জো রুটও ভাল ব্যাটিং করছিলেন। জেসন আউট হওয়ার পর ক্রিজে আসেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। ২৭তম ওভারে হার্দিকের শেষ বলটি মর্গ্যানের ব্যাটে লেগে ধোনির হাতে যায়। কিন্তু আম্পায়ার আউটের আবেদনে সাড়া দেননি।
এরপর বিরাট কোহলিকে জিজ্ঞাসা করার আগেই ধোনি রিভিউয়ের আবেদন করেন। ধোনির আত্মবিশ্বাস দেখে কোহলিও সাথে সাথে রিভিউয়ের আবেদন করেন। ডিআরএস-এ দেখা যায়, বলটি মর্গ্যানের ব্যাটে লেগেছিল। ফলে আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করতে হয়। ধোনির সিদ্ধান্ত ঠিক বলে প্রমাণিত হয়। মর্গ্যান আউট হওয়ার পর গোটা দল উল্লাসে মেতে ওঠে।
২০০৭ সাল থেকে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। টেস্টের অধিনায়কত্ব ছেড়েছেন দু বছর আগে। সদ্য সীমিত ওভারের ক্রিকেটেরও অধিনায়কত্ব ছেড়েছেন। কিন্তু সহজাত অধিনায়ক ধোনি এখনও মাঠে অধিনায়কের মতোই আচরণ করছেন।