খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭:বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়েলিংটন টেস্টে ইনজুরি থেকে ফেরা মুশফিক এবার আঘাত পেয়েছেন মাথায়। ইমরুল কায়েস পড়েছেন ইনজুরিতে। তার মাঝে সঙ্গী হয়েছে রেকর্ড রান করেও হারার ক্ষত। এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন বলেন, ‘মুশফিক বাংলাদেশ দলের একজন সিনিয়র খেলোয়াড়। অনেক দিন ধরে দলকে সার্ভিস দিচ্ছেন। প্রথম ইনিংসে তিনি চমৎকার একটি ইনিংস খেলেছেন। দুর্ভাগ্যজনক ভাবে তিনি এখানে চোটের শিকার হন। খুব স্বাভাবিক, এ ঘটনা বাংলাদেশের পক্ষে যায়নি। সৌভাগ্য হচ্ছে মুশফিককে আবার আমাদের মধ্যে ফিরে পেয়েছি।’
তিনি বলেন, ‘দুই দলের বোলাররাই তাদের সুবিধামতো শর্ট বল খেলেছে। দুর্ভাগ্যক্রমে এর একটি গিয়ে আঘাত করেছে মুশফিককে। এই ঘটনায় আমরা দুঃখিত। তাকে আবার আমাদের মধ্যে দেখে ভালো লাগেছে।