খােলা বাজার২৪, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭: বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের অনেক বড় অবদান রয়েছে। এই শিল্পে শ্রমিক অধিকার, কর্মস্থলের নিরাপত্তা ও পরিবেশগত মান নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সুইজারল্যান্ডের দাভোসের কংগ্রেস সেন্টারে ‘শেপিং এ নিউ ওয়াটার ইকোনোমি’ শীর্ষক কর্মশালায় বিশ্বনেতাদের সামনে এ অঙ্গীকারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন কাঠামো, রীতিনীতি এবং শিল্পখাতে সহনশীল সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, বিশ্বে উচ্চতর মান অর্জন করেছে। এসময়, মূল বেতন ৭৭ শতাংশ বেড়েছে বলে তিনি বলেন। গ্লোবাল ব্র্যান্ড এবং রিটেইলারদের সুপারিশের ভিত্তিতে ৩ হাজার ৭৮০টি কারখানার সবগুলো সমীক্ষা শেষ হয়েছে।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব অর্থনৈতিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান ক্লস শোয়াব এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর নেতা ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলাদা বৈঠক হয়। বৈঠকে দক্ষিণ এশিয়ার অগ্রযাত্রায় দারিদ্র্যই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। -তথ্যসুত্র : চ্যানেল টোয়েন্টিফোর ও সময় টিভি