Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখােলা বাজার২৪, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭: অর্ধেকের বেশি সময় পার করে এখন পুরো দমে জমে উঠেছে বাণিজ্য মেলা। সতেরতম দিন মঙ্গলবার মেলা প্রাঙ্গনে ভিড় ছিল চোখে পড়ার মতো। সময় গড়ানোর সাথে বাড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্য। ঘুরে দেখা আর যাচাই বাছাই শেষে এখন যারা মেলায় আসছেন তাদের উদ্দেশ্য কেনাকাটা।
দুপুরের সূর্যের উত্তাপ কমার সাথে ক্রেতা দর্শনার্থীর ভিড়টাও বাড়তে থাকে মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে।
ইলেক্ট্রনিক্স পন্যের শো-রুম গুলো বেশ জমজমাট ক্রেতা দর্শনার্থিদের ভিড়ে। মেলা উপলক্ষ্যে প্রায় সকল পণ্যেই আছে ৫ থেকে ১৫ % পর্যন্ত ছাড়। বিক্রেতারা জানালেন গেলবারের তুলনায় এবার বেড়েছে তাদের বিক্রি-বাট্টা।
বিভিন্ন অফারে ক্রেতারাও লুফে নিচ্ছেন তাদের পছন্দের পন্যটি। জানালেন পন্যের দাম ও মান নিয়ে সন্তুষ্টির কারনেই মেলায় পন্য কিনতে আসা।
এদিকে জনসচেতনতা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে মেলায় বসেছে ভ্যাট অনলাইনের প্যাভেলিয়ন। মঙ্গলবার যার উদ্ভোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান ও এফবিসিসি আই সভাপতি আবদুল মাতলুব আহমেদ।
অর্ধেকটা মাস পার করে মেলা এখন পুরোই জমজমাট। দিন দিন বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা, সেই সাথে জমে উঠছে ব্যাবসা-বাণিজ্য।
সূত্র:চ্যানেল ২৪ টিভি