Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

election-commissionখােলা বাজার২৪, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭: নির্বাচন কমিশন পুনগঠনে রাষ্টপতির সাথে বৈঠকে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিশ । এছাড়া ইসি গঠনে সাত দফা প্রস্তাবনাও দিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে করেন খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদেরের নেতৃত্ত্বাধিন ১২ সদস্যের প্রতিনিধি দলটি। বৈঠক শেষ বের হয়ে বঙ্গভবনের সামনে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব আহমদ আবদুল কাদের। তিনি জানান, তার দল রাষ্ট্রপতিকে সাত দফা প্রস্তাব দিয়েছে। প্রস্তাবনায় নির্বাচনকালীন সময়ে সংবিধানের ভেতর থেকে একটি সর্বদলীয় জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবের মধ্যে রয়েছে নির্বাচনকালীন সরকার বিষয়ে আইন করা, একটি সর্বদলীয় জাতীয় সরকার গঠন এবং সে ক্ষেত্রে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতির অতিরিক্ত দায়িত্ব পালন, বিদায়ী সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার প্রস্তাব।
এদিকে গতকাল পর্যন্ত ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছে ২৩ রাজনৈতিক দল। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো ইসি গঠন ও নির্বাচনকালীন সরকার নিয়ে বিভিন্ন সুপারিশ ও দফা রাষ্ট্রপতির কাছে পেশ করে। গত ১২ ডিসেম্বর বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সূত্রপাত করেন রাষ্ট্রপতি। আলোচনায় বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রপতিকে চার দফা প্রস্তাব দেয়। বিএনপি ইসি গঠন ও সার্চ কমিটির ধরণ এবং জন প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর প্রস্তাব দেয়। জাতীয় পার্টি (এরশাদ) পাঁচ দফা ও ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করে। এছাড়া লিবেরাল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ইসিতে নারী প্রতিনিধিত্বসহ ১৭ দফা, কৃষক শ্রমিক জনতা লীগ (কেএসজেএল) নয় দফা, ওয়াকার্স পার্টি আট দফাসহ ইসিতে কমপক্ষে দু’জন নারী রাখার প্রস্তাব, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ইসির ধারাবাহিকতা বজায় রাখতে পর্যায়ক্রমে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া, ইসলামী ঐক্যজোট বর্তমানের পাঁচ সদস্যের পরিবর্তে আট সদস্যের ইসি গঠন, জাতীয় পার্টি (মঞ্জু) পর্যায়ক্রমে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকদের নিয়ে একটি সার্চ কমিটি ও ইসি গঠনে ১৭ দফা, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পাঁচ দফা প্রস্তাব, বাংলাদেশ সাম্যবাদি দল (বিএসডি) রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনারের নাম প্রস্তাবের জন্য প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দলীয় নেতা ও অ্যাটর্নি জেনারেলের সমন্বয়ে একটি সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করে।
এনএপির সাত দফা ও নতুন আইনের প্রস্তাবের কথা বলা হয়েছে। বিকল্প ধারা বাংলাদেশ তিন দফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত দফা, সিপিবি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে নতুন আইন প্রনয়নসহ সাত দফা, জেএসডি ইসি গঠনে একটি স্থায়ী সমাধানের জন্য নতুন আইন প্রণয়নসহ তিন দফা, গণফোরামের নয় দফা, গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন আট দফা, বাংলাদেশ খেলাফত মজলিশ পাঁচ দফা প্রস্তাব দিয়েছে।