Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখােলা বাজার২৪, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭: নিউজিল্যান্ড সিরিজে ইনজুরিতে আক্রান্ত বাংলাদেশ দল। মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ইতিমধ্যেই ডাক্তাররা তাকে চার দিনের বিশ্রাম নিতে বলে দিয়েছেন। এদিকে দলের ওপেনার ব্যাটসম্যান ইমরুল কায়েসও দ্বিতীয় ও শেষ টেস্টে অনিশ্চিত।
শেষ খবর যা, তাতে বোঝা যাচ্ছে ইমরুলের উরুতে সত্যি সমস্যা আছে। আলট্রা সাউন্ড রিপোর্ট বলছে, আগামী দু’সপ্তাহ মাঠে নামতে পারবেন না বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। তার মানে, ক্রাইস্টচার্চ টেস্ট খেলা হচ্ছে না বাংলাদেশের অন্যতম এই ওপেনিং ব্যাটসম্যানের। মঙ্গলবার ক্রাইস্টচার্চে তার চোটের আলট্রাসনোগ্রাম করা হয়েছে। এতে ধরা পড়েছে, ইমরুল গ্রেড-টু পর্যায়ের মাংশপেশীর চোটের শিকার। তার কিছু টিস্যু ছিঁড়ে গিয়েছে।
উরুর সমস্যা নিয়ে শেষ দিন খুঁড়িয়ে খুড়িয়ে দলের প্রয়োজনে ব্যাট হাতে নেমেছিলেন এ বাঁ-হাতি ওপেনার। খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুক্ষণ ব্যাটিংও করেছেন; কিন্তু বোঝা গেছে তার কষ্ট হচ্ছিল। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের দেয়া তথ্য অনুযায়ি, ইমরুল কায়েসের উরুতে আল্ট্রা সাউন্ড স্ক্যানের রিপোর্টে উরুর মাসলের টিস্যু ছিঁড়ে যাবার কথা বলা হয়েছে।