Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭: 41 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর, বঙ্গবন্ধুর পার্লামেন্টে দুইবারের নির্বাচিত এমপি, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রায় ৪০ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বপালনকারী বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ আব্দুল মালেকের আজ বৃহষ্পতিবার (১৯ জানুয়ারি) ১ম মৃত্যুবার্ষিকী।
আলহাজ আব্দুল মালেকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজ সকালে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলী ও ফাতেহা পাঠ, দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে স্মরণসভা ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। স্মরণসভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার প্রাক্তন এমপি শফিকুল ইসলাম খোকা সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা পৌনে ৭টায় তিনি সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজারে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পরে কামরাবাদ পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।