খােলা বাজার২৪, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭: ঠাকুরগাঁওয়ে ছয় বছর আগে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার ছেলেকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বুধবার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ মো. হায়দার আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানান। দন্ডপ্রাপ্ত মোজাহারুল ইসলাম (৩০) বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের মহৎপাড়া গ্রামের ইদ্রিস আলী ছেলে। সর্বোচ্চ সাজার পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও দিয়েছেন বিচারক। মামলার বরাত দিয়ে আব্দুল হামিদ আমাদের প্রতিনিধিকে জানান, জমিতে বীজ বোনা নিয়ে বিবাদের জেরে ২০১০ সালের ১৩ ডিসেম্বর মোজাহারুল তার বাবা ইদ্রিস আলীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ইদ্রিসের বড় ছেলে আনসারুল ইসলাম বাদী হয়ে মোজাহারুলকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মোজাহারুলকে গ্রেপ্তার করে। পরদিন ১৪ ডিসেম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মোজাহারুল। তদন্ত শেষে বালিয়াডাঙ্গী থানার এসআই আজগর আলী ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি মোজাহারুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরে মামলাটি নিষ্পত্তির জন্য গত ২০১১ সালের ৩ মার্চ দায়রা জজ আদালতে পাঠানো হয়।