Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭: 81নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভী আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দ্বিতীয়বারের মত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় সেলিনা হায়াত আইভীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন একথা জানান।

নবনির্বাচিত মেয়রের অধীনে নারায়ণগঞ্জের দ্রুত উন্নয়ন হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। তিনি আইভীর সাফল্য কামনা করেন। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে আইভী রাষ্ট্রপতির দোয়া কামনা করেন। মেয়র নির্বাচিত করায় তিনি নারায়ণগঞ্জের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।