Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭: বর্তমান সরকারের নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ উন্নয়নের অগ্রযাত্রা’কে আরো এগিয়ে নিতে নোয়াখালী জেলা পরিষদের সংরক্ষিত ৩নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত মহিলা কাউন্সিলর আজমলা আক্তার শপথ নিয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা, ময়মনসিংহ, চট্রগ্রাম ও সিলেট বিভাগের জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব আবদুল মালেক সহ এ মন্ত্রনালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গনে কাউন্সিলর আজমলা আক্তার নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা.এবিএম জাফর উল্যাহ’কে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান। ফুলের তোড়া দিয়ে আজমলা আক্তার জেলার উন্নয়ন কাজে চেয়ারম্যান ডা.এবিএম জাফর উল্যাহ’কে সার্বিক সহযোগিতা করার কথা বলেন।

এসময় নোয়াখালী জেলা পরিষদ সদস্য এডভোকেট এটিএম মহিব উল্যা, আলা বক্স টিটু, মো.জহিরুল ইসলাম, আকরাম উদ্দিন, হাজী আক্তার হোসেন, জিয়া উদ্দিন জিয়া, জিন্নাত রেহেনা, কোকিলা আক্তার সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।