খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭: চট্টগ্রাম চান্দগাঁও পাঠানিয়াগোদা নিবাসী সমাজসেবক আবদুর সাত্তার আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সাড়ে রাত ৩টার দিকে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুতে চান্দগাঁও পাঠানিয়াগোদাবাসী একজন সমাজসেবক ও কৃতি সন্তানকে হারালো। মৃত্যুকালে মরহুম আবদুর সাত্তার দুই ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাযা আগামীকাল ২০ জানুয়ারি ২০১৭ বাদ জুম্মা পাঠানিয়াগোদা মসজিদ প্রাঙ্গণে অনষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে চান্দগাঁও পাঠানিয়োগোদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, মরহুম আবদুর সাত্তার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ভাই। চার ভাই ও চার বোনের মধ্যে মরহুম আবদুর সাত্তার দ্বিতীয় ছিলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র মেজ ভাই ও চট্টগ্রাম চান্দগাঁও পাঠানিয়াগোদা নিবাসী বিশিষ্ট সমাজ সেবক আবদুর সাত্তার-এর মৃত্যুতে মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড এর মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি এবং বাংলাদেশ ওভারসীজ এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এক বিবৃতিতে তারা বলেন সমাজসেবক আবদুর সাত্তারের মৃত্যুতে চান্দগাঁওবাসী একজন সমাজসেবক ও কৃতী সন্তানকে হারালো।