Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭:  35পঞ্চগড়ের মীরগড় এলাকায় নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাচ্চু’র প্রায় এক একর আখ ক্ষেত আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভল ডিফেন্সের সদস্যরা প্রায় এক ঘন্টা চেষ্ট চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানায়, দুপুরে তিন একর পরিমানের ওই আখ ক্ষেতের মাঝখানে হঠাৎ আগুনের ধোয়া দেখা যায়।
এতে চিৎকার করতে করতে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং পঞ্চগড় ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় এক একর জমির আখ সম্পুর্ন পুড়ে গিয়ে প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাচ্চু’র ছোট ভাই কাচ্চু।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুল ইসলাম জানান, সময়মত ফায়ার সার্ভিস না এলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।