Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭: 55 মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়কে চলছে নাম্বার বিহীন টমটম। আর এই টমটম গুলোর চালক হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক শিশু চালক। মৌলভীবাজারে টমটমের সংখ্যা বিষয়টা এমন দাঁড়িয়েছে, টমটম আর বাড়তি মানুষের চাপে শহরে পা ফেলাই দায় হয়ে পড়েছে।

মৌলভীবাজারের প্রধান প্রধান বানিজ্যিক শহর এলাকা গুলো এখন গ্যাস চালিত টমটমের দখলে। শহরের বিভিন্ন প্রধান সড়কগুলো প্রায় সারাদিনই ব্যস্ত থাকে গ্যাস চালিত টমটমের ভীড়ে। শহরের চৌমুহনা, সেন্ট্রাল রোড, শমসেরনগর রোড, কুসুমবাগ, কোর্ট রোড ও বেরির পাড় সড়কগুলো সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তায় চলাচল করছে শত-শত টমটম। আর এসবের । অপ্রাপ্ত বয়স্ক শিশু টমটম চালকদের বেপরোয়া চালনায় প্রায়ই কোন না কোন দূর্ঘটনা লক্ষ্য করা যায়। ইতোপূর্বে অদক্ষ টমটম চালকদের বেপরোয়া গতির কারণে কয়েক শিশু, বৃদ্ধ নিহত ও দূর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন।

একজন অতিষ্ট পথচারি অভিযোগ করে জানান, শহরে তো এখন যাওয়া অনেক মুশকিল হয়ে গেছে! এখন মানুষের চেয়ে গ্যাস চালিত টমটম বেশি। যার ফলে প্রতিদিনই কোন না কোন ছোট-খাট দূর্ঘটনা ঘটে থাকে।

এক পথচারি বলেন, টমটম চালকরা পারে তো গাড়ী উপর তুলে দেয়। এদের কারণে মৌলভীবাজার শহরে এতো যানযট, এতো দূর্ঘটনা। এদের কিছু বললে আবার সাধারণ পথচারীদের উপরেই চড়াও হয়ে ওঠে’। এই অপরিকল্পিত টমটম গুলো অবিলম্বে বন্ধ করা হউক।

বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ মোতায়েন করা থাকলেও গুরুত্বপূর্ণ সড়কগুলোর এমন সব ভোগন্তির চিত্র হরহামেশাই দেখা যায়। এদের কারণে ট্রাফিক পুলিশ অতিষ্ঠ।

তিন চাকার এই যান এমনিতেই খুব ঝুঁকিপূর্ণ। তার ওপর শিশু-কিশোরেরা আনাড়ি হাতে টমটমের স্টিয়ারিং ধরায় ভয়াবহ ঝুঁকির মধ্যে মানুষকে চলাচল করতে হচ্ছে। এই বাহনে নেই কোনো তাৎক্ষণিক গতিরোধক নিয়ন্ত্রণযন্ত্র ও সতর্কসংকেত। তারপরও সময় বাঁচাতে লোকজন ঝুঁকি নিয়ে টমটমে চলাচল করছে।

কয়েকজন টমটম ও সিএনজির মালিক জানান, ভালো ও অভিজ্ঞ ড্রাইভাররা টমটম চালাতে চান না। তারা বাস, ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেট কার চালাতে আগ্রহী। মূলত ভালো চালকের অভাবেই বাধ্য হয়ে তাদেরকে টমটম ও সিএনজি চালাতে দিতে হয়।