খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে চৌমুহনী পূর্ববাজার সুগন্ধা কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় পৌর বিএনপি সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজমুল গণি চৌধুরী মান্না, চৌমুহনী পৌর ছাত্রদলের আহবায়ক রাসেদ সুমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক, নিজাম উদ্দিন সুমন, চৌমুহনী সরকারি এস এ কলেজ ছাত্রদলের আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, মাহমুদুল হাসান রনি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহীদ উল্যাহ, কফিল উদ্দিন সুফল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাহার, ছাত্রনেতা ইব্রাহিম খলিল জনি, রিমন ভূইয়া ও আবদুল হান্নান প্রমূখ।