খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭: মুন্সীগঞ্জে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে প্রশাসনিক কর্মকর্তা ও নানান শ্রেনী পেশার ব্যাক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, মুখ্য আলোচক ছিলেন টি আই বি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সচেতন নাগরিক কমিটি মুন্সীগঞ্জের সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর শাহিনের সভাপতিত্বে অরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহঃ হারুন অর রশীদ, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোনিয়া হাবীব লাবনী, বিশিষ্ট সাংবাদিক তানভীর হাসান,আরিফ উল ইসলাম, সনাক সদস্য শাহাজাহান গাজী প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা হলে সর্ব ক্ষেত্রে অনেকাংশ দুর্নীতি কমে আসবে।ক্ষমতার অপব্যবহার যারা করে তারাই দুর্নীতিবাজ ।এসব দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে ।
তাই সবার উচিৎ যার যার অবস্থান থেকে দুর্নীতিকে না বলা। দুর্নীতি যত কম হবে দেশ ও জাতির মঙ্গল তত হবে। এ দেশে গরীব অসহায় যারা তারা দুর্নীতি করতে পারে না কিছু শিক্ষিত ব্যাক্তিরা দুর্নীতির সাথে জড়িয়ে উন্নয়নকে বাঁধাগ্রস্থ করেছে ।