Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭: 70পরলোকগত রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার রায়ের অকাল মৃত্যুতে বৃহস্পতিবার বেলা ১১ টায় অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এক শোক সভা ভারপ্রাপ্ত ইউএনও মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মাসুম ইকবাল, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, মৎস্য কর্মকর্তা রিপন কুমার, ওসি মোঃ বেলায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া,রামপাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাইদুর রহমান, পিআইও মোঃ নাহিদুজ্জামান, রামপাল প্রেসক্লাব সেক্রেটারী এমএ সবুর রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর হক, উপজেলা সার্টিফিকেট সহকারী হাওঃ মহসিন আলী, রামপাল ইউনিয়ন ভ’মি সহকারী কর্মকর্তা মোঃ জাকির হোসেন প্রমুখ। স্মরণ সভায় প্রয়াতের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ কওে তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। প্রয়াতের স্মৃতি সংরক্ষণে এ বছর থেকে রাজিব স্মৃতি গোল্ডকাপ টুর্ণামেন্ট আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়। এছাড়া প্রয়াতের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেনসহ উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।