Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭: 72নীলফামারীর ডিমলা উপজেলায় যুব দলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১-তম জন্ম দিনে বিশেষ আয়োজনে দিনটি উৎযাপিত হয়েছে। উপজেলা যুব দলের সভাপতি গোলাম রাব্বানী প্রধান এর সভাপতিত্বে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া জন্মদিনের কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে। উপজেলার যুব দলের সভাপতি গোলাম রব্বানী প্রধানের ৬ বছরের শিশু কন্যা রচয়িতা প্রধান রোদেলার হাত দিয়ে কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি উৎযাপিত হয়। উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কার্যালয়ে ১৯ জানুয়ারী বিকালে জন্ম দিনের কেক কাটার মধ্যে দিয়ে দিবসটিতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুজ্জামান গাজী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ স্বপন, বিএনপি নেতা আব্দুল মোনায়েম হোসেন, অধ্যক্ষ মনোয়ার হোসেন, মাহাতাব মিয়া, জাহাঙ্গীর আলম, যুব দল নেতা আবু বক্কর সিদ্দিক, আলমগীর হোসেন , আসাদুজ্জামান পাভেল, হাসানুর রহমান, সইদার রহমান, ছাত্র নেতা আনার আলী, টাইগার প্রমূখ। জন্মদিনের আয়োজনে উপজেলার বিএনপিসহ সকল অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তৃতায় যুবদলের সভাপতি গোলাম রাব্বানী প্রধান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ্ আজকের এ আদর্শিক যুব দলের সৃষ্টি হয়েছে। আমরা তার আদর্শে অনুপ্রানিত হয়ে এই যুবদল করছি। আমরা এ আদর্শিক যুব দলের সদস্য কিংবা কর্মী হতে পেরে নিজেকে আজ গর্বিত মনে করছি। সুতরাং আমাদের সবাইকে একত্রিত থেকে কাজ করে যেতে হবে। দেশের ক্রান্তিলগ্নে যুবদলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।