খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭: মুন্সীগঞ্জে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০১৭ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি সায়লা ফারজানা, বিশেষ অতিথি মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা, আইসিটি ও সার্বিক হারুন অর রশিদ, জেলা প্রশাসক সার্বিক হারুন অর রশিদ, সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লীপু, জেলা ক্রিড়া সংস্থার এডহক কমিটির সদস্য তানভীর হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, সাংবাদিক আরিফ উল ইসলাম প্রমুখ। টুর্ণামেন্টে বিভিন্ন সংগঠনের ৪০ টি দল অংশ গ্রহন করেন।