Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭: 80শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘আগামী ২০২১ সালের মধ্যে দেশ সম্পূর্ণরূপে শিশুশ্রমমুক্ত হবে। নতুন প্রজন্মকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে থাকতে দেওয়া হবে না।’

আজ বৃহস্পতিবার ময়মনসিংহে স্থানীয় একটি হোটেলে ‘শিশুশ্রম নিরসন’ বিষয়ক এক আলোচনা সভায় এ কথা বলেন মুজিবুল হক। মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় শিশুশ্রম নিরসন কল্যাণ পরিষদ ওই আলোচনা সভার আয়োজন করে।
মুজিবুল হক বলেন, ‘সরকারের সক্ষমতা বেড়েছে। ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত ১২ লাখ শিশু শ্রমিককে প্রত্যাহার করা সরকারের জন্য কঠিন নয়। এ কাজে সফলতার জন্য সরকার চায় সবার সহযোগিতা।’ তিনি আরো বলেন, ‘নিজেদের সুবিধার্থে অনেক বাবা-মা তাদের সন্তানদের শিশুশ্রমে নিযুক্ত করে থাকে। এই শিশুশ্রম নিরসনে সরকার এবং বাবা-মার সঙ্গে সঙ্গে সমাজের সচেতন মহল, এনজিও, সাংবাদিক সবার সহযোগিতা প্রয়োজন।’
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘২০১৫ সালে সরকার গৃহকর্মী সুরক্ষা নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালা অনুযায়ী গৃহকর্মীদের সুরক্ষায় মনিটরিং সেল গঠন করা হয়েছে। প্রয়োজনে গৃহকর্মী সুরক্ষার আইন প্রণয়ন করা হবে। তিনি বলেন, ‘শ্রমিকদের কল্যাণে সরকার নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সব শ্রমিককেই প্রভিডেন্ট ফান্ডের আওতায় নিয়ে আসবে। ২০২১ সালের পর কোনো শ্রমিকই আর অসহায় থাকবে না।’
বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় সংসদ সদস্য ফকরুল ইমাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মস্তান হোসেন, ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক বক্তৃতা করেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন এবং ইনসিডিনের নির্বাহী পরিচালক মাসুদ আলী।