Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭: 44শুক্রবার বেলা ১১ টায় রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে চলন্তিকা যুব সোসাইটির শিক্ষা কার্যক্রমের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ করা হয়। চলন্তিকা যুব সোসাইটির চেয়ারম্যান ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব মোঃ খবিরুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাই হচ্ছে সমাজ পরিবর্তন তথা জাতীয় উন্নয়নের প্রধান হাতিয়ার। তাই সরকার শিক্ষার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। দারিদ্রের কারনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা যেন বাঁধাগ্রস্থ না হয় সে জন্য সরকার বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরনসহ উপবৃত্তি প্রদান ও নানা কার্যক্রমের মত নানা কর্মসূচী বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ও বিত্তবানেরা এগিয়ে এলে শিক্ষা উন্নয়নে সরকারী কর্মসূচী সফল হবে। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিতছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আঃ রউফ, রামপাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাউদুর রহমান, ওসি মোঃ বেলাযেত হোসেনসহ সংস্থার স্থানীয় কর্মকর্তা,রাজনৈতিক দলের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অনুদান বিতরন করা হয়।