খােলা বাজার২৪, শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বালুয়াকান্দি ডা: আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুররে প্রতিষ্ঠানটির পাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী হাফিজ আহমদের সভাপতিত্ব করনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. মৃণালকান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আমিরুল ইসলাম, সাবেক এএসপি মুন্সীগঞ্জ সদর সার্কেল কাউছার কোরাইশী। এছাড়াও মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য মো: নাজমুল হোসেন, সাইদুর রহমান খান, গজারিয়া থানার অীফসার্স ইনচার্জ মো: হেদায়তাুল ইসলাম ভূঞা, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহিদুজ্জামান জুয়েল সরকার, ইমামপুর ইউনিয়নের চেযারম্যান মো: মনসুর আহমেদ খান জিন্নাহ, ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যাান ইঞ্জিনিয়র সাহিদ মো: লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।