Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭: 55দলের জন্য একাধারে খেলে চলেছেন বিরাট কোহলি। ভালো খেলার পাশাপাশি দলের দায়িত্ব সামাল দেয়ার কাজটিও তার। এরপরেও কোনো চাপে তিনি নাকাল হননি। ধরে রেখেছেন নিজের পারফরম্যান্স।
সবার প্রশ্ন কিভাবে কোহলি নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন।
তার কাছের মানুষদের তথ্যানুযায়ী, খাবারের মেন্যু পরিবর্তনের মাধ্যমেই নিজেকে ফিট রেখেছেন কোহলি। বিশেষ করে বিশেষ এক পানীয় জলের প্রভাবে তার পারফরম্যান্স ভালো হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম এবেলা জানায়, কোহলি খাওয়া-ঘুমানো থেকে শুরু করে অনুশীলন পর্যন্ত সবকিছুই নিয়ম মেনে করেন। সফল মানুষের অন্যতম হাতিয়ার জীবনধারণের সুশৃঙ্খল নীতি। কোহলিও এর ব্যতিক্রম নন।
খাবার-দাবার ও পানীয়ের উপরে বিশেষ জোর দেন তিনি। বিশ্বের অন্যতম সেরা প্রোটিনযুক্ত খাবার খান বিরাট। নিজেকে ফিট রাখতে সেদ্ধ খাবার খান অধিকাংশ সময়েই রান নেয়ার সময় দ্রুত দৌড়ানোর জন্যই আর এই ত্যাগ।

তবে সবচেয়ে চমক লাগবে কোহলির পানীয়ের কথা জানলে। নামিদামি ব্র্যান্ডের হেল্থ ড্রিংক, ফ্রুট জুস পানের পাশাপাশি যখন বিদেশে যান, তখন একটি বিশেষ ব্র্যান্ডের মিনারেল ওয়াটার ছাড়া অন্য কিছু পান করেন না কোহলি।
জানা গেছে, ফ্রান্সে তৈরি এ মিনারেল ওয়াটারের প্রতি লিটারের দাম প্রায় ৫০০ টাকা।