Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭: 56গত বছরের নভেম্বরের মার্কিন নির্বাচনে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। আজ প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন ট্রাম্প। খবর এএফপির। সারা বিশ্বের চোখ এখন ওয়াশিংটনের দিকে। এ দৃষ্টির কারণ যতটা না বারাক ওবামার বিদায়কে ঘিরে তার চেয়ে বেশি তার উত্তরসূরি হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে।
নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা-সমালোচনা, হাসি-ঠাট্টার ঝড় বয়ে গেছে ট্রাম্পকে ঘিরে। বরাবরই বিতর্কিত কথা আর মন্তব্যের কারণে সমালোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প। আজ প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প। অপরদিকে, দু’দফায় মেয়াদ শেষে আজ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা হস্তান্তর করবেন বারাক ওবামা। শপথ গ্রহণের একদিন আগে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত লিংকন মেমোরিয়ালে এক কনসার্টে পরিবার নিয়ে উপস্থিত হয়েছিলেন ট্রাম্প।

সেখানে এক বিবৃতিতে ট্রাম্প পরিবর্তনের শপথ নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা সবাই মিলে আমেরিকাকে আবারো ‘গ্রেট’ বানাবো। এটা সবার জন্য। দেশের প্রত্যেকের জন্য।’ সেসময় ট্রাম্প সম্পর্কে তার মেয়ে পরবর্তী ফার্স্ট ডটার ইভাংকা ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার বাবাকে একটা সুযোগ দিতে আমেরিকানদের আহ্বান জানিয়েছেন। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ইভাংকা বলেন, ‘আমার বাবা সত্যিই অসাধারণ একজন মানুষ। যেসব সমালোচনা হয়েছে তার জন্য তাকে একটু সময় দেয়া উচিত। তাকে হোয়াইট হাউসে কাজের সুযোগ দিন। তিনি অবশ্যই আপনাদের ধারণাকে ভুল প্রমান করবেন।’
হোয়াইট হাউসে ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষে বিক্ষোভে অংশ নেবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে ইভাংকা বলেন, ‘আমার বাবাকে একটা সুযোগ দিন।’ তিনি আরো বলেন, ‘ফার্স্ট লেডি হিসেবে মেলানিয়া ট্রাম্প হবেন অসাধারণ। কারণ তিনি একই সঙ্গে বুদ্ধিমতি, প্রাণবন্ত, যত্মশীল এবং অসাধারণ একজন মানুষ। আমি তাকে নিয়ে গর্ব করি।’
প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন থেকে কি বলে ডাকবেন ইভাংকা? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘তিনি প্রেসিডেন্ট হলেও সব সময় আমি তাকে বাবা বলেই ডাকব।’