খােলা বাজার২৪, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭: শৈশবের দিনগুলিতে নানা আকৃতিতে বানানো মাটির ঘর, দাদুর কাছে শোনা রাজপ্রাসাদের বিবরণ সে যেন গতকালের কথা, কিংবা মফস্বল থেকে শহুরে, উচ্চশিক্ষায় বিদেশ ঘুরে, দু চোখে আটকে যাওয়া দৃশ্যনন্দন বাড়ির অবয়বে একটা সুন্দর বাড়ী তৈরির স্বপ্নবোনা মানুষের সংখ্যা তো অনেক। কারো আবার মস্তবড় ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি গড়ারও ইচ্ছা; কি কি উপাদান তৈরি হবে তার স্বপ্নের প্রাসাদ তা নিয়েও আছে অনেকের নিখুত হিসেব। তবে সম্পূর্ণ অন্ধবিশ্বাসে ডেভলপার কোম্পানির হাতে দায়িত্ব দিয়েই ক্ষান্ত হতে চাওয়া মানুষের সংখ্যাই বেশি বা কম কিসে।
প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে স্থাপত্যকে শুধু স্থাপত্য হিসেবেই দেখা হয় না তা বিবেচিত হয় অন্যতম আধুনিক শিল্পরূপে। ফলে সৃজনশীল চিন্তার আদলে প্রযুক্তির ছোয়ায় বিস্ময়কর সব স্থাপত্য নির্মাণ করছে পৃথিবীর উন্নত অনেক দেশ। বাংলাদেশেও রয়েছে এর অফুরন্ত সম্ভাবনা। অপরদিকে দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি আমাদেরকে মুখোমুখি করছে বেশ কিছু বিপর্যয়ের। জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প, প্রাকৃতিক সম্পদ কমে যাওয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস এসব প্রাকৃতিক ও কৃত্রিম দুর্যোগের কবলে পড়ার যথেষ্ট সম্ভাবনা। তাই উন্নত ও পরিবেশবান্ধব পদ্ধতি মেনে ভবন নির্মান ও তাতে প্রযুক্তির ব্যবহার না করলে অবকাঠামোগত যত উন্নয়নই হোক, কখনই টেকসইরূপে দীর্ঘমেয়াদে তা ধরে রাখা সম্ভব হবে না। বাংলাদেশ সরকার বন্ধুভাবাপন্ন পরিবেশ তৈরিতে উদ্যোগী ও তৎপড়। পরিবেশ বান্ধব অবকাঠামোর উন্নয়ন সে ধারাকে বজায় রাখতে খুবই প্রাসাঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সরকারের নেওয়া নতুন পরিকল্পনা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, গভীর সমুদ্রবন্দর, ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু, মেট্রো রেল প্রজেক্ট, এবং নতুন আন্তর্জাতিক বিমান বন্দরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই মেগা প্রজেক্টগুলো বাংলাদেশের জন্য কনসট্রাকশন ইন্ডাস্ট্রিজ খোলার অফুরন্ত সুযোগ করে দিয়েছে। আর এ সুযোগ কাজে লাগাতে কনসট্রাকশন ম্যাটেরিয়াল, কনসট্রাকশন টুল এবং সহকারি সব কিছুর ই প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এরই মধ্যে বাংলাদেশের কনসট্রাকশন ইন্ডাস্ট্রিজ বেশ এগিয়েছে, বেশ কিছু পণ্য প্রস্তুত করছে আন্তর্জাতিক মান অনুসারে এবং তা বিদেশেও রপ্তানি হচ্ছে। কি সেসব পণ্য? মনের মাঝে আগ্রহ জাগা এধরনের যে কোন জিজ্ঞাসায় ১১-১২ মে ২০১৭ তারিখ সেইফকোন আয়োজন করতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্ট লিভিং এর ওপর প্রদর্শনীর। এখানে ৩টি বিষয়ে প্রদর্শনী করা হবে ১. কনসট্রাকশন ম্যাটেরিয়াল ২. পাওয়া জেনরেটর ৩. প্রোডাক্ট অব রিনিউবল অ্যানার্জি।