খােলা বাজার২৪, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭: শেখ হাসিনার উদ্যোগ,ঘরে-ঘরে বিদ্যুৎ এ অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের কালেশ^রী গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কালেশ^রী গ্রামের সর্বস্তরের জনগন।
গতকাল শুক্রবার বিকেলে কালেশ^রী গ্রামের পয়েন্টে সাধারন জনগনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সিংচাপইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল । তিনি লিখিত বক্তব্যে বিদ্যুৎ সংযোগ পাওয়ার আশায় দিনের পর দিন ধর্না দিতে হয়েছে স্থানীয় এমপি ও পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের কাছে। আশা-নিরাশার দোলাচলে রেখে বিদ্যুৎ সংযোগ হবে হচ্ছে বলে প্রায় ৫ বছর ঝুলন্ত অবস্থায় রেখেছেন। অবশেষে দীর্ঘ প্রত্যাশার পর শেখ হাসিনার বদৌলতে কালেশ^রী গ্রামে বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ায় অভিনন্দন জানাই প্রধানমন্ত্রীকে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে শতভাগ বিদ্যুতের আওতায় নিয়ে আসার লক্ষে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। কিন্তু স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক প্রতিহিংসার কারনে সুযোগ থাকা সত্বেও সিংচাপইর ইউনিয়নবাসী অন্ধকারের ঠেলে দিয়েছেন। শিক্ষ, যোগাযোগ, বিদ্যুতায়নসহ সকল উন্নয়নমুলক কর্মকান্ড বাধাগ্রস্থ করছেন। প্রায় দু বছর আগে কালেশ^রী গ্রামের উপর দিয়ে অন্যান্য এলাকার বৈদ্যতিক লাইন টানার সময় বাধা দেয়ার প্রেক্ষিতে বাধ্য হয়ে বিদ্যুৎ বিভাগের কতৃপক্ষ কালেশ^রী গ্রামে বিদ্যুতের লাইন টেনে দায়মুক্ত হয় কর্মকর্তারা। লাইন টানার পরেও এমপি’র অনুমতি না থাকায় সংযোগ পেতে বছরের পর বছর অপেক্ষ করতে হয়। গত ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের মনোনিত প্রার্থী বিজয়ী না হওয়ায়, সাধারন জনগন নৌকা প্রতিকে আমাকে বিজয়ী করার কারনেই প্রতিহিংসা পরায়ন হয়ে ইউনিয়নের অবহেলিত সাধারন জনগনের সাথে বিমাতাসুলভ আচরন অব্যাহত রেখেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বি লুৎফুর রহমান, সিংচাপইর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাখাল পাল, সাবেক ইউপি সদস্য নুরুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুলতান মিয়া,১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোফাজ্জল হোসেন,২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা শাহানারা বেগম,৩নং ওয়ার্ডের মোঃ আব্দুল জলিল,৪নং ওয়াডেৃর ইউপি সদস্য মহিম মিয়া,৪,৫,৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা হায়াতুন নেছা,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য তুরন মিয়া,৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাব্বির আহমদ,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা সফিকা বেগম ও ৯নং ওয়ার্ডের সদস্য আঙ্গুর মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।