খােলা বাজার২৪, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কৃতি সন্তানদের নিয়ে ত্রিশাল প্রেসক্লাবের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেলে ত্রিশাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভুমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতত্বে সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহা পরিচালক ড. শামছূল আরেফিন, ভুমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ আতাউর রহমান সেলিম, বাংলাদেশ বিমান বাহিনীর উয়ং কমান্ডার মাইন উদ্দিন, আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব আসাদুজ্জামান নুর, মৎস অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক মেজর অব আসাদুল হক, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ টেলিভিশন এসোসিয়েশনের সভঅপতি অমিত রায়, সাধারন সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মুছা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ প্রমূখ।