Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭: 76আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি অসহায়, গরিব-দুঃখি মানুষের অভিভাবক।
আজ শনিবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড় বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে অসহায় ও গরীবদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়া রহস্য বিশ্ববাসী এখন আগ্রহের সাথে জানতে চায়।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলায়েত হোসেন বিল্লাল গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।