Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭: 81মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক বলেছেন, জেলা প্রশাসনের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। আইন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এতে মিথ্যা সাক্ষী দিলে ওই মুক্তিযোদ্ধাদের ভাতা এক থেকে ৩ বছর বন্ধ থাকবে।
শনিবার বন্দরের গোকুলদাসের বাগ এলাকায় আলহাজ আমিজউদ্দিন এতিমখানায় নির্মিতব্য তিনতলা বিশিষ্ট সানড্রা ম্যাককারসি হলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রত্যেক শনিবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম চলবে। ৫ শনিবার এই যাচাই বাছাই চলবে। যাতে কোনো অসত্য তথ্য দেয়া না হয় এ জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।
এ কে এম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কেউ একা একা যুদ্ধ করেনি। নীতিমালা অনুসরণ করে যাচাই বাছাই হলে ভুয়া মুক্তিযোদ্ধা আসার কোনো সুযোগ নেই। তারপরও যদি কোথাও বরখেলাপ হয় তাহলে সেটা বাতিল করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।
রোটারিয়ান এম জামালউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জেলা গভর্নর রোটারিয়ান মুহাম্মদ আইয়ুব, নিউজিল্যান্ডের প্রাক্তণ গভর্ণর পিডিজি সানড্রা ম্যাককারসি, তার নাতনী হান্না রোজ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, বন্দর থানার ওসি আবুল কালাম, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।