খােলা বাজার২৪, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে ও জননেন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতি আস্থাস্থাপন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পাঁচ শতাধিক নেতাকর্মী বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদান করেন। গতকাল শনিবার (২১ জানুয়ারি) বিকালে মেলান্দহ উপজেলার বৈশাখী মাঠে আওয়ামী লীগে যোগদান উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি আওয়ামী লীগের যোগদানকারীদের ফুলেল শূভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মুহাম্মদ বাকিবিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চাঁন, জেলা আওয়ামী লীগের সদস্য ও মেলান্দহ উপজেলার পৌর চেয়ারম্যান শফিক জাহেদী রবিন, মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল রাজ্জাক সোজা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব মির্জা আজমন এমপি তার বক্তব্যে বলেন, আমি জেলাবাসীর হুকুমের গুলাম মাত্র। কারণ প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে দুরজা খুলে বসে থাকি আপনাদের সেবা করার জন্য। আপনারা যে যার কাজের কথা বলেন, আমি সেই কাজগুলিই করার চেষ্টা করি। এবং মেলান্দহ মাদারগঞ্জে যে উন্নয়ন করা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। মেলান্দহ’র ফিসারিজ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে, জামালপুরে মেডিক্যাল কলেজ বাস্তবায়ন করা হয়েছে, জামালপুর দেওয়ানগঞ্জ বিশ্বরোডের কাজ চলছে, ব্রক্ষ্মপুত্রনদের সাইড দিয়ে বাইপাস সড়ক করা হচ্ছে এরকম অনেক উন্নয়ন মূলক কাজ করা হচ্ছে আপনাদের জন্য। আপনারা পাশে থাকলে আরও বেশি উন্নয়ন করা সম্ভব হবে।