Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭: 17আগামী বছরের (২০১৮ সালের) বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২ জানুয়ারি থেকে শুরু হবে। যা শেষ হবে ১৪ জানুয়ারি। আর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে ১৯ জানুয়ারি এবং শেষ হবে ২১ জানুয়ারি।
ইজতেমার প্রতি পর্বই আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। বিশ্ব ইজতেমার মুরুব্বি মাওলানা ইঞ্জনিয়ার গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৯ জানুয়ারি ইজতেমার মাঠে দেশ-বিদেশের মুরব্বিদের পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে (মাশওয়ারায়) এবারের জোড় ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়।
এর পূর্বে ২০১৮ সালের বিশ্ব ইজতেমার তারিখও নির্ধারণ করা হয়। ইজতেমার আগে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হবে এ বছর ১৭ শুক্রবার নভেম্বর। আর শেষ হবে ২১ নভেম্বর মঙ্গলবার।
সাধারণত বিশ্ব ইজতেমার কমপক্ষে ৪০ দিন আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এ জোড় ইজতেমায় তাবলীগের সব সাথিরা অংশগ্রহণ করতে পারেন না। শুধুমাত্র তিন চিল্লার সাথিদের নিয়ে অনুষ্ঠিত হয় এ জোড় ইজতেমা।
তিন চিল্লার সাথিদের মধ্য থেকে কিছু অংশ বিশ্ব ইজতেমার আয়োজনে টঙ্গীর ইজতেমার মাঠে কাজে যোগদান করেন।
সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা মাঠের যাবতীয় কাজ সম্পন্ন করেন তারা। আর বাকি সাথিরা বিশ্ব ইজতেমার দাওয়াত নিয়ে ময়দানে বেরিয়ে পড়েন।