Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খােলা বাজার২৪, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি শিক্ষা, কৃষি, তথ্য, যোগাযোগসহ বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আদর্শে শেখ হাসিনা এদেশের উন্নয়ন সাধিত করছে। শেখ হাসিনা বাংলাদেশ উন্নয়নের কারিগর। আমরা ভোগের রাজনীতি করিনা। মানুষের অধিকার ও জীবন মান উন্নয়নে রাজনীতি করি। এ উন্নয়নের রক্ষনাবেক্ষন করতে শিক্ষার কোন বিকল্প নেই। গতকাল রোববার বেলা সাড়ে ১২ টায় বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের (ইউপি) রঘুপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় ৫৮ লাখ টাকা ব্যায়ে তৃতীয় তলা একাডেমিক ভবনের নব নির্মিত ২য় ও ৩য় ভবন উদ্বোধন শেষে বিদ্যালয়ের মুক্ত মঞ্চে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হাসান দুলুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল লতিফ, সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, ২নং ওয়াডের্র সাধারন সদস্য আকবর আলী, ৩ নং ওয়ার্ডের সাধারন সদস্য অ্যডভোকেট রবিউল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান আমজাদ আলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ড. এজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ হুসেন আলী মাষ্টার প্রমূখ।
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাবেশে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ হুসেন আলী, দিনাজপুর পৌরসভার সাবেক হিসাব রক্ষক মোতাহার হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল করিম, আলহাজ্ব খুরশেদ আলী প্রধান অতিথি’র হাতে ফুলের তৈরী নৌকা তুলে দিয়ে বিএনপি থেকে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। পরে প্রধান অতিথি দিনাজপুর শহরে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যগণের সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দেন।