খােলা বাজার২৪, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭: দিনাজপুর জেলা প্রশাসন এর উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর সহযোগিতায় অনুষ্ঠিত ৩দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় সোলভ্-এ-টোন প্রতিযোগিতায় দিনাজপুর আদর্শ কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মোসাদ্দেক হোসেন এর উদ্ভাবিত “স্বয়ংক্রিয় ড্রেন পরিস্কার যন্ত্র” প্রকল্প শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। মেলার সমাপনী অনুষ্ঠানে তরুন উদ্ভাবক মোসাদ্দেক হোসেন এর হাতে জেলা প্রশাসক মীর খায়রুল আলম শ্রেষ্ঠ পুরস্কারের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
গতকাল দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারী, বেসরকারী, আর্থিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ৪১টি স্টল ছিল। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।